Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

প্রধান কার্যাবলী

১। ভূমিউন্নয়নকরআদায়।

২। সরকারীখাসভূমিরহেফাজতকরন।

৩। ভূমিহীনদেরকৃষিখাসজমিবন্দোবস্ত।

৪। নামজারীরপ্রস্তাবদেয়া।

৫। অফিসেহালনাগাদভূমিরেকর্ডসংরক্ষনকরা।

৬। প্রযোজ্যক্ষেত্রেহাটবাজারহতেখাসআদায়করা।

৭। সরকারিজলমহালগুলিরক্ষনাবেক্ষনকরা।

 

ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া জেলা সদর হতে ২৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। উপজেলার মোট আয়তন ১৫৩.৭২ বর্গ কিলোমিটার। ভেড়ামারা উপজেলার উত্তর-পূর্বে পদ্মা নদী, পূর্ব-দক্ষিণে মিরপুর উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলা এবং পূর্বে কুষ্টিয়া সদর উপজেলা অবস্থিত। ইহা ব্রিটিশ আমল হতে থানা হিসেবে প্রতিষ্ঠিত ছিল।  পরবর্তীতে ০৭/০১/১৯৮২ খ্রি. ইং তারিখে উপজেলা হিসেবে উন্নীত হয়।