১। ভূমিউন্নয়নকরআদায়।
২। সরকারীখাসভূমিরহেফাজতকরন।
৩। ভূমিহীনদেরকৃষিখাসজমিবন্দোবস্ত।
৪। নামজারীরপ্রস্তাবদেয়া।
৫। অফিসেহালনাগাদভূমিরেকর্ডসংরক্ষনকরা।
৬। প্রযোজ্যক্ষেত্রেহাটবাজারহতেখাসআদায়করা।
৭। সরকারিজলমহালগুলিরক্ষনাবেক্ষনকরা।
ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া জেলা সদর হতে ২৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। উপজেলার মোট আয়তন ১৫৩.৭২ বর্গ কিলোমিটার। ভেড়ামারা উপজেলার উত্তর-পূর্বে পদ্মা নদী, পূর্ব-দক্ষিণে মিরপুর উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলা এবং পূর্বে কুষ্টিয়া সদর উপজেলা অবস্থিত। ইহা ব্রিটিশ আমল হতে থানা হিসেবে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে ০৭/০১/১৯৮২ খ্রি. ইং তারিখে উপজেলা হিসেবে উন্নীত হয়।