Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ওয়েভ ফাউন্ডেশন

ওয়েভ ফাউন্ডেশন

# যুক্তরাজ্যের সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্স ওয়েল স্টাম্প বৃট্রিস কাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভ ডিসপিউট রেজুলেশন(সিইডিআর) এর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত স্টেনদেননিং লিগ্যাল সার্ভিসেস ফর দ্যা মার্জিনালাইজড এসএলএস প্রকল্প কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ৫নং ধরমপুর ইউনিয়ন পরিষদে কাজ করছে।

প্রকল্পের লক্ষ্যঃ আইনী সেবার মাধ্যমে জনগনের বিশেষত দরিদ্র নারী প্রান্তিক জনগোষ্টী এবং সুবিধা বঞ্চিতদের সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা।

 

প্রকল্পে উদ্দ্যেশ্যঃ ১) আইনগত ও মানবধিকার আদায়ে জনগনের সচেতনতা সৃষ্টি।

                ২) দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্টীর জন্য স্বল্প ব্যয়ে দ্রুত ও ন্যায্য বিচার তরান্বিত করার জন্য গ্রাম আদালত এবং সালিশি পরিষদকে শক্তিশালী করন।

               ৩) জরুরী সহযোগিতা আইনী সহযোগিতা পাওয়ার জন্য ভুক্তভুগীদেরকে জেলা, উপজেলা ও ইউনিয়ন আইন সহায়তা কমিটির সাথে  যোগাযোগ স্থাপন।

               ৪) স্থানীয় বিচার ব্যবস্থা তরান্বিত করার জন্য প্রকল্প কর্মীদের স্বক্ষমতা বৃদ্ধি।

 

বি:দ্রা: প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত ৫নং ধরমপুর ইউিনয়ন পরিষদ গ্রাম আদালতে মোট ৪৫ ( পঁয়তাল্লিশ) টি মামলা গ্রহণ করা হয়েছে যার মধ্যে গ্রাম আদালতে ২৮ টি এবং শালিশি পরিষদে ১৭ টি।

 

বাস্তবায়িত প্রোগাম সমুহ: ১) লোকমর্চা সভা-৭ টি ২) উঠান সভা-২১ টি। ৩) সংবেদন শিল সভা-৪ টি। ৫) লভিং সভা-৪ টি। ৬) শেয়ারিং সভা-২ টি। ৭) পথ নাটক-৩ টি।