এটা হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন একটি ইউনিয়ন পরিষদ কার্যালয় । এই ইউনিয়ন পরিষদের নাম ৫ নং ধরমপুর ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদ1965 সালে স্থাপিত হয়েছে । এখানে গ্রাম আদালত হয় । এবং ধরমপুর ইউনিয়ন পরিষদের পাশে রাসেল শিশুপার্ক কাজ নিরমান চলছে । এবং ধরপুর ইউনিয়ন পরিষদের পিছেন একটি গরু হাট আছে । এই হাটে বিভিন্ন দেশ থেকে গরু ছাগল সাইকেল কেনা বেচা হয় । এখানে একটি কাচা বাজার আছে এই বাজারের প্রতি দিন কাচা তরিতরকারী পাওয়া য়ায় । এবং পাশে 2টি স্কুল আছে একটি রামচন্দ্রপুর সরকারী প্রাথামিক বিদ্যালয় আর একটি সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যামিক বিদ্যালয় আছে অনেক ছাত্র ছাত্রী লিখাপড়া করে অনেক গেনী গুনী হছেছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস