ইউনিয়নের নাম: ৫ নং ধরমপুর ইউনিয়ন
আয়তন: ৩০.২৭৪
জেলা সদর হইতে দুরত্বঃ ২৬ কি: মি:
অবস্থান: কুষ্টিয়া থেকে ২৭ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত ভেড়ামারা উপজেলা পরিষদ। ভেড়ামারা বাস স্টেশন খেকে পশ্চিম দিকে অটোরিক্সা যোগে সাতবাড়িয়া বাস স্টেশন নামক স্থানে নামতে হবে। অটোরিক্সা থেকে নেমে রাস্তার দক্ষিন দিকে মাত্র চার মিনিট হেটেই বামে সাতবাড়িয়া হাট। হাটের পূর্বদিকের সীমানায় অবস্থিত ৫ নং ধরমপুর ইউনিয়ন পরিষদ ।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)